
একটি পাতা~কাকলি হালদার (বারাসাত)
একটি পাতা
সে তো নয় শুধু পাতা
যেন সময়ের একটি খাতা।
ছিল বেঁধে বেঁধে তরুতে
অনেক ভালোবাসাতে।
হঠাৎ ঝড়ের তাণ্ডবে
পরিণত হল খান্ডবে।
তার মধ্যে একটি পাতা
স্থান পেলো দেবতার অগ্রভাগেতে ।
দৈব আশিবর্চনে
পরিণত হলো সে সঞ্জীবনীতে।
একটি পাতা
সে তো নয় শুধু পাতা
হয়ে উঠল সমাজের বার্তা।
ঘুন ধরা সমাজের চিন্তাতে
রচনা করল ইতিহাসকে বহু লক্ষ্য ভেদেতে।
জন মানুষ পড়লো সেই পাতা
জানলো অনেক অজানা কথা।
ধীরে ধীরে এই পাতা
অবিন্যস্ত সমাজে গড়ে তুলল ছাতা।
কালের কোন এক মহাস্রোতে
পাতাটি রয়ে গেল জনস্রোতে।
অবিনাশী এই পাতা
হয়ে উঠলো জ্ঞানের দাতা।