
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৫ আগষ্ট রাত ৮ টায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। শাহাদাত নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, একদল সন্ত্রাসী তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে। স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের একটি সুত্র জানায়, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ সহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।