রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা;
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর হাওরাঞ্চলের ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ৩৬ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে নদীতে ডুবে যাওয়া নৌকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন নেত্রকোনা ডুবুরি দল।
নিহত দুই শ্রমিক হলেন পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পূর্বধলা থেকে মোহনগঞ্জের আদর্শনগরে বালু নিয়ে যাচ্ছিল নৌকাটি। ধলাই নদীর প্রবল স্রোতে সেটি তলিয়ে যায়।
নৌকাটিতে থাকা তিন শ্রমিকের একজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তৎপরতা ব্যাহত হয়। পরে বুধবার বিকালে ফের অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, প্রবল স্রোত ও বৃষ্টির কারণে উদ্ধার কাজ কঠিন ছিল। অবশেষে আমরা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করতে পেরেছি।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাওর পাড়ের জনপদে।