, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু। খুলনার রুপসায় ৩ সন্ত্রাসী গ্রেফতার। আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড, সহযোগীর কারাদন্ড। কেন্দুয়ায় মাছের পোনা উন্মুক্ত বিতরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ সমাপ্তি। আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা। কেন্দুয়ায় গর্ভবতী নারীকে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ। আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা। রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন। মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। ময়মনসিংহ পিবিআই অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
দৈনিক সাম্যবাদী নিউজ

বৃষ্টির পানি চুলের জন্য ভালো না খারাপ?

 

লেখা: আনিকা তায়্যিবা

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যান। আবার না চাইলেও অনেক সময় কাকভেজা হতে হয়। বর্ষার এই দুই মাস কত যে বৃষ্টির পানিতে ভেজা হচ্ছে, তার ইয়ত্তা নেই। তবে এই যে বর্ষাকালে নিয়মিত বৃষ্টির পানিতে ভেজে চুল, এতে চুলের স্বাস্থ্যের বারোটা বাজছে না তো? কেউ বলেন, বৃষ্টির পানি চুল নরম করে। আবার কেউ বলেন, বর্ষায় তো বেশি চল পড়ে! চলুন জেনে নেওয়া যাক, বৃষ্টির পানি চুলের জন্য ভালো না খারাপ।

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যান

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যানছবি: প্রথম আলো

কখন বৃষ্টির পানি উপকারী?

১. প্রাকৃতিক পরিশ্রুত পানি

বৃষ্টির পানি সাধারণত অনেকটা ‘সফট ওয়াটার’ বা নরম ধরনের পানি হয়। কারণ, এতে বিভিন্ন শক্তিশালী খনিজ লবণ যেমন ক্লোরিন, আয়রন বা ক্যালসিয়াম থাকে না। যা সাধারণ ট্যাপ বা নলকূপের পানিতে থাকে। ফলে বৃষ্টির পানিতে চুল ভিজলে চুলে রুক্ষতা আসে না।

২. চুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

চুল ও মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ মান ৪.৫ থেকে ৫.৫। বৃষ্টির পানির পিএইচ মানও প্রায় কাছাকাছি। ৫.৬। তাই এটি চুলের কিউটিকলকে ক্ষতি না করে বরং খানিকটা পরিষ্কার করতে সাহায্য করে।

৩. চুল হয় কোমল ও উজ্জ্বল

যাদের চুল দ্রুত রুক্ষ বা এলোমেলো হয়ে যায়, তারা যদি পরিশ্রুত বৃষ্টির পানি ব্যবহার করেন, তবে চুল হয়ে উঠতে পারে মসৃণ আর চকচকে।

কখন বৃষ্টির পানি ক্ষতিকর?

কিছু কিছু সময় বৃষ্টির পানি ক্ষতিকর।

১. যে এলাকার বৃষ্টিতে ভিজবেন না

ঢাকা বা আশপাশের শহরাঞ্চলের বৃষ্টি এখানকার বাতাসের মতোই ক্ষতিকর। এসব এলাকার বৃষ্টির পানিতে থাকে ধুলা, কার্বন কণা, সালফার ডাই–অক্সাইড ইত্যাদি দূষিত উপাদান। এ ধরনের বৃষ্টিকে বলে অ্যাসিড বৃষ্টি, যা চুলের জন্য একেবারেই ভালো না। এ ধরনের বৃষ্টি মাথার ত্বকে জ্বালাপোড়া থেকে শুরু করে চুল ঝরা কিংবা খুশকির প্রবণতাও বাড়িয়ে তোলে।

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকে

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকেছবি: প্রথম আলো

২. সংক্রমণের ঝুঁকি

অনেক সময় বৃষ্টির পানিতে থাকতে পারে ব্যাকটেরিয়া বা ছত্রাক। এগুলোও চুল ও ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।

৩. ভেজা চুল না শুকালেই বিপদ

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকে, ড্রায়ার বা তোয়ালে দিয়ে না শুকানো পর্যন্ত। আর ভেজা চুল মানেই বেশি সময় ধরে মাথার ত্বকে থাকে আর্দ্রতা বা স্যাঁতসেঁতে ভাব। অনেক সময় চুলের গোড়ায় জীবাণু সৃষ্টি করতে পারে। চুলের গোঁড়াকে করে দিতে পারে দুর্বল।

তাহলে কী করবেন?

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুন

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুনছবি: প্রথম আলো

বছরের প্রথম বৃষ্টির পানি এড়িয়ে চলুন

শহরাঞ্চলের প্রথম পশলা বৃষ্টি সবচেয়ে বেশি দূষিত হয়। এই পানি চুলে না লাগানোই ভালো।

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুন।

চুলে পানি লাগলে তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।

ময়েশ্চারাইজার বা হেয়ার অয়েল ব্যবহার করুন।

বৃষ্টির জল ব্যবহারের পর অ্যালোভেরা জেল, নারকেল তেল বা জলপাই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করলে চুল আরও ভালো থাকবে।

সোজা কথায়, বৃষ্টির পানি চুলের জন্য ভালো নাকি খারাপ, নির্ভর করে আপনি কোথায় থাকেন, কীভাবে ব্যবহার করেন এবং আপনার চুলের ধরন কেমন তার ওপর।

সবুজে ঘেরা দূষণমুক্ত এলাকার বৃষ্টির পানি চুলের জন্য হতে পারে প্রাকৃতিক কন্ডিশনার। আবার শহরের অ্যাসিড বৃষ্টি চুলের জন্য সবচেয়ে বড় শত্রু।

 

জনপ্রিয়

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু।

দৈনিক সাম্যবাদী নিউজ

বৃষ্টির পানি চুলের জন্য ভালো না খারাপ?

প্রকাশের সময় : ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫

 

লেখা: আনিকা তায়্যিবা

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যান। আবার না চাইলেও অনেক সময় কাকভেজা হতে হয়। বর্ষার এই দুই মাস কত যে বৃষ্টির পানিতে ভেজা হচ্ছে, তার ইয়ত্তা নেই। তবে এই যে বর্ষাকালে নিয়মিত বৃষ্টির পানিতে ভেজে চুল, এতে চুলের স্বাস্থ্যের বারোটা বাজছে না তো? কেউ বলেন, বৃষ্টির পানি চুল নরম করে। আবার কেউ বলেন, বর্ষায় তো বেশি চল পড়ে! চলুন জেনে নেওয়া যাক, বৃষ্টির পানি চুলের জন্য ভালো না খারাপ।

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যান

বৃষ্টি এলেই অনেকে ভিজতে ছুটে যানছবি: প্রথম আলো

কখন বৃষ্টির পানি উপকারী?

১. প্রাকৃতিক পরিশ্রুত পানি

বৃষ্টির পানি সাধারণত অনেকটা ‘সফট ওয়াটার’ বা নরম ধরনের পানি হয়। কারণ, এতে বিভিন্ন শক্তিশালী খনিজ লবণ যেমন ক্লোরিন, আয়রন বা ক্যালসিয়াম থাকে না। যা সাধারণ ট্যাপ বা নলকূপের পানিতে থাকে। ফলে বৃষ্টির পানিতে চুল ভিজলে চুলে রুক্ষতা আসে না।

২. চুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

চুল ও মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ মান ৪.৫ থেকে ৫.৫। বৃষ্টির পানির পিএইচ মানও প্রায় কাছাকাছি। ৫.৬। তাই এটি চুলের কিউটিকলকে ক্ষতি না করে বরং খানিকটা পরিষ্কার করতে সাহায্য করে।

৩. চুল হয় কোমল ও উজ্জ্বল

যাদের চুল দ্রুত রুক্ষ বা এলোমেলো হয়ে যায়, তারা যদি পরিশ্রুত বৃষ্টির পানি ব্যবহার করেন, তবে চুল হয়ে উঠতে পারে মসৃণ আর চকচকে।

কখন বৃষ্টির পানি ক্ষতিকর?

কিছু কিছু সময় বৃষ্টির পানি ক্ষতিকর।

১. যে এলাকার বৃষ্টিতে ভিজবেন না

ঢাকা বা আশপাশের শহরাঞ্চলের বৃষ্টি এখানকার বাতাসের মতোই ক্ষতিকর। এসব এলাকার বৃষ্টির পানিতে থাকে ধুলা, কার্বন কণা, সালফার ডাই–অক্সাইড ইত্যাদি দূষিত উপাদান। এ ধরনের বৃষ্টিকে বলে অ্যাসিড বৃষ্টি, যা চুলের জন্য একেবারেই ভালো না। এ ধরনের বৃষ্টি মাথার ত্বকে জ্বালাপোড়া থেকে শুরু করে চুল ঝরা কিংবা খুশকির প্রবণতাও বাড়িয়ে তোলে।

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকে

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকেছবি: প্রথম আলো

২. সংক্রমণের ঝুঁকি

অনেক সময় বৃষ্টির পানিতে থাকতে পারে ব্যাকটেরিয়া বা ছত্রাক। এগুলোও চুল ও ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।

৩. ভেজা চুল না শুকালেই বিপদ

বৃষ্টিতে ভিজলে দেখা যায়, অনেকক্ষণ ধরে চুল ভেজাই থাকে, ড্রায়ার বা তোয়ালে দিয়ে না শুকানো পর্যন্ত। আর ভেজা চুল মানেই বেশি সময় ধরে মাথার ত্বকে থাকে আর্দ্রতা বা স্যাঁতসেঁতে ভাব। অনেক সময় চুলের গোড়ায় জীবাণু সৃষ্টি করতে পারে। চুলের গোঁড়াকে করে দিতে পারে দুর্বল।

তাহলে কী করবেন?

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুন

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুনছবি: প্রথম আলো

বছরের প্রথম বৃষ্টির পানি এড়িয়ে চলুন

শহরাঞ্চলের প্রথম পশলা বৃষ্টি সবচেয়ে বেশি দূষিত হয়। এই পানি চুলে না লাগানোই ভালো।

চুল ভিজলে দ্রুত শুকিয়ে ফেলুন।

চুলে পানি লাগলে তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।

ময়েশ্চারাইজার বা হেয়ার অয়েল ব্যবহার করুন।

বৃষ্টির জল ব্যবহারের পর অ্যালোভেরা জেল, নারকেল তেল বা জলপাই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করলে চুল আরও ভালো থাকবে।

সোজা কথায়, বৃষ্টির পানি চুলের জন্য ভালো নাকি খারাপ, নির্ভর করে আপনি কোথায় থাকেন, কীভাবে ব্যবহার করেন এবং আপনার চুলের ধরন কেমন তার ওপর।

সবুজে ঘেরা দূষণমুক্ত এলাকার বৃষ্টির পানি চুলের জন্য হতে পারে প্রাকৃতিক কন্ডিশনার। আবার শহরের অ্যাসিড বৃষ্টি চুলের জন্য সবচেয়ে বড় শত্রু।