
একটা গোটা দিন ~লেখা- অদিতি ধর
মনকেমনের আলো আঁধারি দিন,
বিলাপ করা আঁখিপল্লবে
হয়তো প্রিয় বারান্দার ঐ রেলিং!
সকালের রোদছায়ার বিষন্ন বাতাসে,
আকাশজোড়া খুচরো মেঘেরা শোনে
নীরবতার শব্দ, অনুচ্চারিত দীর্ঘশ্বাসে।
হতাশ ভ্রমরও এসে নজর সরালো,
মালতিলতা,জুঁই হঠাৎ কেমন
জলকেলিতে যে,মূর্ছা গেলো।
মলাটের আড়ালে বিবর্ণ কবিতায়,
খামখেয়ালি হাজার কথারা
ঘুরে বেড়ায় ভেজা দুপুরের জড়তায়।
সন্ধ্যে পেরিয়ে তমসায় আবার ফেরা,
দৃষ্টি আগলে শূণ্যতাও হাত নাড়ে,
মেঘ সরলে মুচকি হাসে রাত আকাশের তারা।
স্বপ্নে আসা আবছায়া গ্রাম পাহাড়ি,
সরল সাদা জীবনের স্বাদে
উড়ন্ত বাদলের রঙটাই শুধু রকমারি।