, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় পারিবারিক অভিমানে গৃহবধূর স্বপ্ন থেমে গেল পথেই। স্বপ্ন পূরণ হলো না দম্পতির। বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ‎আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।  কাঁচপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া। জমুক বৃষ্টি নতুন সৃষ্টি~ শিরীন আফরোজ রানী । শেষ শিখা~ সঙ্গীতা ইয়াসমিন। দিঘলিয়ায় দেশিয় অস্ত্র ও গুলি সহ যুবক আটক।  এবার জামিনে কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেতা ও অভিনেত্রী শমী কায়সার। ত্যাগ ও সংগ্রামের ৪২ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা।
দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে হামলায় ইদু মিয়া নাম এক কৃষকের মৃত্যু ।

  • প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

 

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলায় ইদু মিয়ার মৃত্যুর ঘটনায় কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার মাসকা ইউনিয়নের কির্ত্তনখলা গ্রামের নিহত ইদু মিয়ার স্ত্রী মোসাঃ লাইলু আক্তার (৪৫) বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ।

অভিযুক্তরা হলেন- ১। জাহাঙ্গীর আলম (৩২), পিতামৃত- মোহাম্মদ আলী, ২। সিদ্দিকুর রহমান (৫০), পিতামৃত- জামাল উদ্দিন, ৩। শাকিল মিয়া (২৩), পিতা- সিদ্দিকুর রহমান, ৪। আলমগীর (২৩), পিতামৃত- মোহাম্মদ আলী, ৫। মতি মিয়া (৫৫), পিতামৃত- জামাল উদ্দিন, সর্বসাং- কির্ত্তনখলা, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা ।

অভিযোগে জানা যায়- গত ১ আগস্ট সকালে পন কেন্দুয়া মৌজাস্থিত পন কেন্দুয়া হাওড়ে উজ্জল মিয়ার জালা পাটে /বীজতলায় ইদু মিয়া তাঁর ছেলে নূরে আলমকে সাথে নিয়ে অর্জিত জালা (ধান গাছের চারা) উঠাইতে গেলে আসামীগন পূর্ব শত্রুতা বশতঃ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে এক বে-আইনী জনতায় খুন জখমের একই উদ্দেশ্যে ইদু মিয়াকে ঘেরাও করে ফেলে । এবং আসামী সিদ্দিকুর রহমানের হুকুমে প্রথমে আসামী জাহাঙ্গীর তার হাতে থাকা কোদাল দিয়া হত্যার উদ্দেশ্যে কুপ মেরে ইদু মিয়ার মাথার তালুতে গুরুত্বর নরঘাতী হাড়কাটা জখম করে । সাথে সাথে অন্য আসামিরাও খুনের উদ্দেশ্যে চড়াও হতেই নূরে আলম আসামীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়া এলোপাতারি বাইরাইয়া সারা শরীরে নীলা ফুলা জখম করে ।

ঘটনার দুইদিন পর ইদু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন । এতে আরো উল্লেখ করা হয় যে, অভিযোগটি এজাহার হিসেবে রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান- লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন ।

জনপ্রিয়

কেন্দুয়ায় পারিবারিক অভিমানে গৃহবধূর স্বপ্ন থেমে গেল পথেই।

দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে হামলায় ইদু মিয়া নাম এক কৃষকের মৃত্যু ।

প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

 

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলায় ইদু মিয়ার মৃত্যুর ঘটনায় কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার মাসকা ইউনিয়নের কির্ত্তনখলা গ্রামের নিহত ইদু মিয়ার স্ত্রী মোসাঃ লাইলু আক্তার (৪৫) বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ।

অভিযুক্তরা হলেন- ১। জাহাঙ্গীর আলম (৩২), পিতামৃত- মোহাম্মদ আলী, ২। সিদ্দিকুর রহমান (৫০), পিতামৃত- জামাল উদ্দিন, ৩। শাকিল মিয়া (২৩), পিতা- সিদ্দিকুর রহমান, ৪। আলমগীর (২৩), পিতামৃত- মোহাম্মদ আলী, ৫। মতি মিয়া (৫৫), পিতামৃত- জামাল উদ্দিন, সর্বসাং- কির্ত্তনখলা, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা ।

অভিযোগে জানা যায়- গত ১ আগস্ট সকালে পন কেন্দুয়া মৌজাস্থিত পন কেন্দুয়া হাওড়ে উজ্জল মিয়ার জালা পাটে /বীজতলায় ইদু মিয়া তাঁর ছেলে নূরে আলমকে সাথে নিয়ে অর্জিত জালা (ধান গাছের চারা) উঠাইতে গেলে আসামীগন পূর্ব শত্রুতা বশতঃ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে এক বে-আইনী জনতায় খুন জখমের একই উদ্দেশ্যে ইদু মিয়াকে ঘেরাও করে ফেলে । এবং আসামী সিদ্দিকুর রহমানের হুকুমে প্রথমে আসামী জাহাঙ্গীর তার হাতে থাকা কোদাল দিয়া হত্যার উদ্দেশ্যে কুপ মেরে ইদু মিয়ার মাথার তালুতে গুরুত্বর নরঘাতী হাড়কাটা জখম করে । সাথে সাথে অন্য আসামিরাও খুনের উদ্দেশ্যে চড়াও হতেই নূরে আলম আসামীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়া এলোপাতারি বাইরাইয়া সারা শরীরে নীলা ফুলা জখম করে ।

ঘটনার দুইদিন পর ইদু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন । এতে আরো উল্লেখ করা হয় যে, অভিযোগটি এজাহার হিসেবে রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান- লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন ।