
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদ সহ ব্যবসায়ী সেকেন্দার শিকু(৮৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ৭ আগষ্ট দুপুর ১ টার দিকে নগরীর রেল স্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট লে: কমান্ডার মো’ রাসেদ আলম। এলাকাবাসী জানান, দুপুর ১ টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী রেল স্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালায়। এসময় তারা সেকেন্দার শিকু নামের একজন মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ৩ টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।