হায়রে বাংলাদেশ~তাছলিমা আক্তার মুক্তা
আমি কিন্তু বিশাল নেতা
হাতে ভীষণ বল ,
হাত'টা যদি চালাই একবার
দেখবে ফলাফল ।
চান্দা চাইছি দিয়ে দিবে
কিসের বাহানা ,
পকেটে যদি হাত চলে যায়
প্রাণ থাকবে না ।
খালা গেলো চাচি গেলো
কে করেছে কি ?
আমি কিন্তু আসল নেতা
খাঁটি গাওয়া ঘী ।
নিরাপদে ব্যবসা করবি
আমার এলাকায় ,
নিরাপদে রাখতে সবাইকে
সামান্য চান্দা চাই ।
নিচ্ছি আমি চায়ের খরচ
সবাই বলে চাঁদা ,
বয়সে আমি সবচেয়ে ছোট
তাও সবাই বলে দাদা ।
পোলাপানে সিগারেট ধরিয়ে
দেখবো মোবাইল ফোন ,
এসব বিল মেটানোর জন্য
কয়ডা টেকা গুন ।
খুশি মনে দিয়ে দিলে
হয়না তো আর কেচাল,
টাকার কথা বলতে গেলেই
শুরু হয় তোদের ফাল ।