মোঃ নাজমুল হোসাইন শাওন ,জেলা প্রতিনিধি রাঙামাটি।
জুম চাষের আগে পাহাড়ে আগুন দেওয়া হয় । যার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য , যখন বনাঞ্চল পুড়িয়ে ফেলা হয় । তখন সেখানে থাকা বিভিন্ন প্রজাতির প্রাণী আগুনে পুড়ে মারা যায় ধ্বংস হয়ে তাদের বসবাসের স্থান
পাহাড়ে অপরূপ সৌন্দর্য আজ হারিয়ে যাচ্ছে । আমাদের তিন পার্বত্য জেলায় ৪ ভাগের ২ ভাগ বনাঞ্চল নষ্ট হয়ে গেছে । শুধু জুম চাষের আগে পাহাড়ে আগুন দেওয়ার কারণে , এরকম অবস্থা যদি আরো কয়েক বছর চলতে থাকে । তাহলে হয়তো শেষ হয়ে যাবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য , বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য , যদি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য না থাকে , তাহলে দূর প্রান্তে মানুষ গুলো কম আসবে , আজ সেটার কারণে পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হবে । তাই আমাদের একটাই দাবি এই জুম চাষ বন্ধ করা হোক ।
আর আমরা চাই আমাদের জেলার প্রাকৃতিক সৌন্দর্য যেন কোন ভাবে নষ্ট না হয় ।
নিচে তিনটি দৃশ্য দেওয়া হল
** জুম চাষে ধ্বংস হওয়ার আগে প্রাকৃতিক সৌন্দর্য
** জুম চাষের সময় দেওয়া পাহাড়ের আগুনের দৃশ্য
** সর্বশেষ জুম চাষে পাহাড়ে আগুন দেয়ার পরের দৃশ্য আর সেখানে পুরোপুরি ফুট উঠেছে ।
যে পাহাড়ের সৌন্দর্য কিভাবে ধ্বংস করতেছে ।