নীলফামারী জেলা প্রতিনিধি খোকনুজজামান খোকন।
নীলফামারীর জলঢাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নিশংস ভাবে হত্যা করায়, সাংবাদিকদের মানববন্ধন।
সন্ত্রাসীদের ছবি ও ভিডিও ধারণ করতে যেয়ে গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার এই ধারাবাহিকতায় জলঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে সকল সাংবাদিকদের নিয়ে জলঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান সাধারণ সম্পাদ শাহজাহান কবির লেলিন , রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোকনুজজামান খোকন সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী ইসলাম। রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুমন সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর ডলার সাংবাদিক সংস্থা ও মফস্বল এর সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন সঠিক তথ্য তুলে ধরতে যেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিন। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।