, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন হয়রানি, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি।  পুব আকাশে যায় ~ কবি তাছলিমা আক্তার মুক্তা। রাঙ্গামাটির লংগদুতে বন্যার্তদের মাঝে পিসিসিপি’র শুকনো খাবার বিতরণ। কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে— জয়পুরহাটে দুদক চেয়ারম্যান। সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য।  খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের প্রশিক্ষন সম্পন্ন। খুলনায় আদালতের সামনে থেকে চাপাতি সহ যুবক আটক।  আনোয়ারুল ইসলাম টুটন এঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা। ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ।

  • প্রকাশের সময় : ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ২৯ পড়া হয়েছে

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি;

নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের নবগঠিত ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের একাংশের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। “স্বৈরাচারের কমিটি, মানি না মানবো না”, “অযোগ্যদের কমিটি, মানি না মানবো না”—এমন নানা শ্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, মোবারক হোসেন তালুকদার, মনির মিয়া, খাদেমুল ইসলাম ও রাকিব হাসান জিয়া। বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর সুবিধাবাদী ও ভিড় জমানো নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসর এবং জামায়াত পরিবারের সদস্যদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন। দ্রুত কমিটি বাতিলের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিব হাসান সানমুন ও পারভেজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হাসান চৌধুরী, আবদুল্লাহ নাইম, হাসিবুর রশিদসহ শতাধিক নেতাকর্মী। এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী মুঠোফোনে বলেন, “অনেক যাচাই-বাছাই করে যোগ্য ও ত্যাগীদের নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন, তাই সবাইকে কমিটিতে স্থান দেওয়া সম্ভব নয়। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে তা বিবেচনা করা হবে, তবে পুরো কমিটি বাতিলের কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ৭ আগস্ট ঘোষিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে, ফলে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয়

ছাত্রীকে যৌন হয়রানি, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি। 

দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ।

প্রকাশের সময় : ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি;

নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের নবগঠিত ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের একাংশের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। “স্বৈরাচারের কমিটি, মানি না মানবো না”, “অযোগ্যদের কমিটি, মানি না মানবো না”—এমন নানা শ্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, মোবারক হোসেন তালুকদার, মনির মিয়া, খাদেমুল ইসলাম ও রাকিব হাসান জিয়া। বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর সুবিধাবাদী ও ভিড় জমানো নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসর এবং জামায়াত পরিবারের সদস্যদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন। দ্রুত কমিটি বাতিলের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিব হাসান সানমুন ও পারভেজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হাসান চৌধুরী, আবদুল্লাহ নাইম, হাসিবুর রশিদসহ শতাধিক নেতাকর্মী। এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী মুঠোফোনে বলেন, “অনেক যাচাই-বাছাই করে যোগ্য ও ত্যাগীদের নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন, তাই সবাইকে কমিটিতে স্থান দেওয়া সম্ভব নয়। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে তা বিবেচনা করা হবে, তবে পুরো কমিটি বাতিলের কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ৭ আগস্ট ঘোষিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে, ফলে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।