মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় নারী সাংবাদিকদের প্রযুক্তিগত "দক্ষতা উন্নয়ন " বিষয়ক তিনদিনের প্রশিক্ষন শেষ হয়েছে। আজ ১১ আগষ্ট বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে সমাপনি দিনে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরন করা হয়। এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষনের আয়োজন করে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১৬ জন নারী সাংবাদিক অংশ গ্রহণ করেছেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিন দিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।