জেলা প্রতিনিধি রাঙামাটি মোঃ নাজমুল হোসাইন শাওন;
রাঙ্গামাটির লংগদুতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে শুকনা খাবার ও ওষুধ সহায়তা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখা। ১০ আগস্ট (রবিবার) বিকেলে লংগদু উপজেলার মাইনীমুখ হাইস্কুল আশ্রয়কেন্দ্রে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ সুমন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ রেজা, লংগদু সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হৃদয়, মাইনীমুখ ইউনিয়ন সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ এবং আটারকছড়া ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রায়হান মল্লিকসহ পিসিসিপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো পিসিসিপি’র নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।