
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগষ্ট সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষনাগারের সন্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপুরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরো দক্ষ হওয়া প্রয়োজন। এধরণের প্রশিক্ষণ সে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসে। তবে এটি কারো ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠন মুলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয় করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। উপাচার্য ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ পরিবেশের সময় বানান,বাক্য গঠন,বস্তনিষ্ঠতা, সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার দিকে বিশেষ নজর দিতে হবে। সংবাদ ভুল হলে কেবল সাংবাদিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে। সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা তুলে ধরছে। এটি মুল সাংবাদিকতা না হলেও সিটিজেন জার্নালিজম, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা আলাদা। আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকদের অলরাউন্ডার হতে হয়। সব ধরনের খবর নিজেদেরকে করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোটিংয়ের সুযোগ সীমিত,তাই সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষন ধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগী হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে,যাতে সহজেই তথ্য পাওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন, ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষনে খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।