
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মুল্যের “আইস ” নামের মাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাস তল্লাসি চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডুমুরিয়া বাসস্টান্ডে খুলনা গামী ( ঢাকা- মেট্রো- ব- ১৫-৩১৬৩) যাত্রীবাহী বাসটি তল্লাসি চালানো হয়। এসময় বাসের ভেতরে বাক্সে বিস্কুটের কার্টুনের মধ্যে ২ কেজি আইস নামের মাদক পাওয়া যায়। এর মধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এসময় বাসের চালক হেলপার দুইজন সহ বাসটিকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে চালক বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালীপদ অধিকারীর ছেলে হেলপার সুকুমার অধিকারী (৩৫)। মাদকদ্রব্য বহনের জন্য বাসটি আটক করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুদ রানা বলেন, জব্দ হওয়া আইস মাদক দেখতে সাগুদানার মত। যার মুল্যে প্রায় ২ কোটি টাকা। চালক হেলপার আটক রয়েছে এবং মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে ।