
শাহ আলী তৌফিক রিপন, স্টাফ রিপোর্টার :
দীর্ঘ চার দশকেরও বেশি রাজনৈতিক ত্যাগ-সংগ্রামের পথ পেরিয়ে আসন্ন নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দলের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, “এই পদ আমার কাছে ক্ষমতার আসন নয়—এটি একটি পবিত্র দায়িত্ব, একটি অঙ্গীকার ও একটি আমানত। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল, জুলুম, হামলা ও অসংখ্য মিথ্যা মামলার মুখোমুখি হয়েও দলের নীতি ও আদর্শ থেকে কখনো এক চুল সরেননি। কারাগারের অন্ধকার কুঠুরিতেও দলের স্বার্থ ও জনগণের অধিকারের প্রশ্নে থেকেছেন আপোষহীন। প্রার্থী আরও বলেন, “একটি শক্তিশালী সংগঠনের মেরুদণ্ড হলো ঐক্য। সেই ঐক্য রক্ষায় প্রয়োজন সৎ, ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্ব। আমি সততা, শিষ্টাচার ও সুসম্পর্ক বজায় রেখে উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি। কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি জানান, “আপনাদের একটি ভোট শুধু আমাকে সাধারণ সম্পাদক করবে না—এটি হবে আমার ত্যাগ, ন্যায়ের পক্ষে অবস্থান ও দলের প্রতি ভালোবাসার স্বীকৃতি। আল্লাহর ইচ্ছায়, নির্বাচিত হলে নেত্রকোনা-৩ আসনে এমপি নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সংসদ সদস্য হিসেবেও পাশে থাকব।”
দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলের বিজয় আসে সবার একসাথে কাজ করার মাধ্যমে। সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে আমরা নেত্রকোনা জেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সংগ্রামী রূপে গড়ে তুলতে পারব।”
জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে শিগগিরই, যেখানে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন হবে।