
রেজুয়ান হাসান, নেত্রকোনা;
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আছর উদ্দিন খারনৈ ইউনিয়নের বটতলা গ্রামের তহুর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মানসিক অসুস্থতায় ভুগছিলেন আছর উদ্দিনের স্ত্রী শাহিনা আক্তার (৩০)। সেদিন দুপুরে স্বামী স্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় শ্বশুরবাড়ির কেবলপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ লেঙ্গুরা বাজারের কাছে এসে শাহিনা চলন্ত গাড়ি থেকে লাফ দেন। মুহূর্তের মধ্যেই স্ত্রীকে বাঁচাতে আছর উদ্দিনও ঝাঁপিয়ে পড়েন রাস্তায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তিনি গুরুতর আহত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।