
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনার সভাপতিত্বে এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। সভাপতির বক্তব্য এ্যাড: শফিকুল আলম মনা বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গনতন্ত্রের প্রতিক। তার অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পপলু, সাঈদ হাসান লাভলু, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপি সভাপতি কে এম হুমায়ুন কবীর, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মাদ আলী বাবু, দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী, সেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, দপ্তরের দায়িত্বে শরিফুল ইসলাম টিপু, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। তার আশু রোগ মুক্তি কামনা করেন এবং দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।