
কী লিখব আজ!
আজ শুধু শোকে স্তব্ধ হবার দিন।
বোবা কান্নায় গুমড়ে মরার দিন।
বিষাক্ত রক্তবীজ দোরাসাপের বেশে
ফণা তুলেছে দিশে দিশে।
বিষময় আজ চারপাশ।
কী লিখি আজ!
বেদনার বেনোজলে কবিতা হবে না আর!
শুধুই রোদন-হাহাকার।
বজ্রাহত বুকের ভেতর, আজ শুধু নিবিড় গর্জে ওঠা।
একলা একাকী হাঁটা, আজ শুধু নীরব নিথর কথা!
কী লিখব আজ!
ভেঙেছে আমার স্মৃতির মিনার
ভেঙেছে হৃদয়মন্দির।
ভেঙেছে আমার বুকের পাষাণ
দিয়েছে কেবল ক্রন্দন,
সত্যের গায়ে জ্বালিয়ে ভস্ম
উচ্ছ্বাসে ভাসে অন্ধ-বধির।
কী লিখি আজ!
শেষ শিখাটি জ্বলছে জ্বলুক
বিষনাগ করুক রাজ।