
নিজস্ব প্রতিবেদক;
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে সরকার আসলে তাদের উপকারই করেছে।
সোমবার (৩০ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হতো, যদি নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকত, তাহলে প্রশ্ন উঠত আওয়ামী লীগ আদৌ নির্বাচনে অংশ নিত কি না। আমার বিশ্লেষণ হলো, তারা অংশ নিত না।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন দলটি রাজনৈতিক মাটিতে টিকতে পারবে না বলেই সরকার নিষিদ্ধকরণের সিদ্ধান্তকে তাদের জন্য স্বস্তি হিসেবে কাজ করছে।
টকশোতে উপস্থিত অন্যান্য আলোচকরা বলেন, নিষিদ্ধকরণের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে, যা আসন্ন রাজনীতির গতিপথকে প্রভাবিত করবে।