মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী আসগর লবি বলেছেন, জলাবদ্ধতা নিরসনের পর বিলডাকাতিয়ার উম্মুক্ত স্থানে সোলার শক্তি ইনস্টলেশনের পরিকল্পনা চলছে। ইতিমধ্যে চিন থেকে একটি বিশেষজ্ঞ দল বিষয়টির ওপর সমীক্ষা শুরু করেছে। এই সৌর গ্রীড থেকে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সৌর প্যানেল থেকে উৎপাদিত ডাইরেক্ট কারেন্ট ( ডিসি) বিদুৎ থেকে অল্টারনেটিং কারেন্ট এসি রুপান্তর করা হবে এবং এখান থেকে উৎপাদিত বিদুৎ জাতীয় গ্রীডে( পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) সংযুক্ত করা হবে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে বিলডাকাতিয়া সহ আশপাশের এলাকায় টেকসই ও পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থা গড়ে উঠবে। আজ ১৬ আগষ্ট দুপুরে ডুমুরিয়া কেন্দ্রিয় কালীবাড়ি ও মাঠে শ্রীকৃঞ্চের জন্মাস্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কালীবাড়ি ও মঠ কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলী আজগর লবী বলেন, বাংলাদেশে সব জাতী সমান অধিকার নিয়ে বসবাস করবে। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সামিল হবো। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে ডুমুরিয়ায় দৃষ্টিনন্দন একটি মন্দির নির্মান করে দেব"। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, হিন্দু কল্যান ট্রাস্টের খুলনার ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনার ঐক্যফ্রন্টের সভাপতি ব্রজেন ঢালী, খুলনা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নিত্যানন্দন মন্ডল, কল্যান ট্রাস্টের সদস্য সচিব সরোজিৎ ঘোষ দেবেন ও জাসাস নেত্রী কণ্ঠ শিল্পী রুকসার রহমান। শিক্ষক রঞ্জন জোয়ার্দারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা অরুন গোলদার, পরিতোষ বালা, তপন সাহা, পরিমল কুন্ডু, সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল, প্রদীপ দেবনাথ, অভিজিৎ কুন্ডু টুটুল প্রমুখ। আলোচনা সভা শেষে জন্মাস্টমী উপলক্ষে কালীবাড়ি থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকালে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।