, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় পালিত হলো ইমাম হুসাইন ( আ:)র পবিত্র চেহলাম। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।  মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির অধীনে অবৈধ সম্মেলন বাতিলের । ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রাজশাহীতে আর কোন ফার্মাসিটিক্যালস এর সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত। নেশার ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১‌। টাকা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করালেন শাওন! সংশ্লিষ্ট তারকাদের বক্তব্যে উঠলো প্রশ্ন। ছাত্র রাজনীতির অবক্ষয়ে অশ্লীল স্লোগান: ষড়যন্ত্রের নেপথ্যে শিবিরকে দায়ী করলেন ছাত্রলীগ নেতা রিয়াজ। গফরগাঁওয়ে বিএনপি’র প্রয়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। খুলনা নৌপরিবহন মালিক গ্রুপের আহবাহক কমিটি ছিল বিধিবর্হিভুত, ১৩ জন ভোটার তালিকা থেকে বাদ।
দৈনিক সাম্যবাদী নিউজ

ছাত্র রাজনীতির অবক্ষয়ে অশ্লীল স্লোগান: ষড়যন্ত্রের নেপথ্যে শিবিরকে দায়ী করলেন ছাত্রলীগ নেতা রিয়াজ।

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ২৭ পড়া হয়েছে

 

ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ রিদয় সম্প্রতি ছাত্র রাজনীতিতে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলুষিত করছে, যার নেপথ্যে রয়েছে ছাত্রশিবিরের ষড়যন্ত্র।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে রিয়াজ লিখেছেন সম্মান ও জনপ্রিয়তা অর্জন প্রত্যেক রাজনীতিবিদের লক্ষ্য হলেও বর্তমানে অশ্লীল স্লোগানের কারণে তা ধ্বংসের মুখে পড়েছে। মাঝে মাঝে লজ্জা হয়, কোথায় এবং কার জন্য রাজনীতি করি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেম ছাত্র রাজনীতির মাধ্যমে শেখা যায়। অথচ এখন একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে পরিবারের কাছে ছাত্র রাজনীতিকে অগ্রহণযোগ্য ও ঘৃণার জায়গায় পরিণত করছে।

রিয়াজ বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির অবদান স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা এবং মুক্তিযুদ্ধ  প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ ছিল অগ্রভাগে। অথচ আজ একটি চক্র ছাত্রদের দ্বারাই এই ঐতিহ্য ধ্বংস করছে। অভিযোগের আঙুল তোলেন ছাত্রশিবিরের দিকে। তার দাবি, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকেই অশ্লীল স্লোগানের সংস্কৃতি চালু হয়। এই বাজে স্লোগানের জন্মদাতা শিবির। তারা সাধারণ ছাত্রদের ব্যবহার করে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলোর সম্মানহানি করছে। কিন্তু নিজেদের বিরুদ্ধে এমন স্লোগান কখনও শোনা যায় না। সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে উদ্দেশ্য করে দেওয়া স্লোগান নিয়েও তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা কখনোই রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির সম্মানহানি চাই না। এ ধরনের স্লোগান আমাদের ছাত্র রাজনীতির সংস্কৃতির সঙ্গে যায় না। সবশেষে তিনি সব ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান জানান। দয়া করে রাজনীতির মাঠ নষ্ট করবেন না, হারানো সৌন্দর্য ফিরিয়ে আনুন। মুখের ভাষা ও ব্যবহারই একজনের প্রকৃত পরিচয় বহন করে। রিয়াজ মাহমুদ রিদয় তার পোস্টে স্পষ্ট করে জানান, তিনি ছাত্র রাজনীতির ইতিবাচক ও গৌরবময় ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

 

 

সারাদেশে প্রতিনিধি জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে।

যোগাযোগ করুন 𝙒𝙝𝙖𝙩𝙨𝙖𝙥𝙥 𝙣𝙪𝙢𝙗𝙚𝙧 𝟎𝟏𝟗𝟏𝟔𝟓𝟐𝟖𝟎𝟗𝟒।

জনপ্রিয়

খুলনায় পালিত হলো ইমাম হুসাইন ( আ:)র পবিত্র চেহলাম।

দৈনিক সাম্যবাদী নিউজ

ছাত্র রাজনীতির অবক্ষয়ে অশ্লীল স্লোগান: ষড়যন্ত্রের নেপথ্যে শিবিরকে দায়ী করলেন ছাত্রলীগ নেতা রিয়াজ।

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে

 

ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ রিদয় সম্প্রতি ছাত্র রাজনীতিতে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলুষিত করছে, যার নেপথ্যে রয়েছে ছাত্রশিবিরের ষড়যন্ত্র।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে রিয়াজ লিখেছেন সম্মান ও জনপ্রিয়তা অর্জন প্রত্যেক রাজনীতিবিদের লক্ষ্য হলেও বর্তমানে অশ্লীল স্লোগানের কারণে তা ধ্বংসের মুখে পড়েছে। মাঝে মাঝে লজ্জা হয়, কোথায় এবং কার জন্য রাজনীতি করি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেম ছাত্র রাজনীতির মাধ্যমে শেখা যায়। অথচ এখন একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে পরিবারের কাছে ছাত্র রাজনীতিকে অগ্রহণযোগ্য ও ঘৃণার জায়গায় পরিণত করছে।

রিয়াজ বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির অবদান স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা এবং মুক্তিযুদ্ধ  প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ ছিল অগ্রভাগে। অথচ আজ একটি চক্র ছাত্রদের দ্বারাই এই ঐতিহ্য ধ্বংস করছে। অভিযোগের আঙুল তোলেন ছাত্রশিবিরের দিকে। তার দাবি, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকেই অশ্লীল স্লোগানের সংস্কৃতি চালু হয়। এই বাজে স্লোগানের জন্মদাতা শিবির। তারা সাধারণ ছাত্রদের ব্যবহার করে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলোর সম্মানহানি করছে। কিন্তু নিজেদের বিরুদ্ধে এমন স্লোগান কখনও শোনা যায় না। সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে উদ্দেশ্য করে দেওয়া স্লোগান নিয়েও তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা কখনোই রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির সম্মানহানি চাই না। এ ধরনের স্লোগান আমাদের ছাত্র রাজনীতির সংস্কৃতির সঙ্গে যায় না। সবশেষে তিনি সব ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান জানান। দয়া করে রাজনীতির মাঠ নষ্ট করবেন না, হারানো সৌন্দর্য ফিরিয়ে আনুন। মুখের ভাষা ও ব্যবহারই একজনের প্রকৃত পরিচয় বহন করে। রিয়াজ মাহমুদ রিদয় তার পোস্টে স্পষ্ট করে জানান, তিনি ছাত্র রাজনীতির ইতিবাচক ও গৌরবময় ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

 

 

সারাদেশে প্রতিনিধি জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে।

যোগাযোগ করুন 𝙒𝙝𝙖𝙩𝙨𝙖𝙥𝙥 𝙣𝙪𝙢𝙗𝙚𝙧 𝟎𝟏𝟗𝟏𝟔𝟓𝟐𝟖𝟎𝟗𝟒।