
নিজস্ব প্রতিবেদক | দৈনিক সাম্যবাদী নিউজ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন মোট ১৬২৯ জন আসামি। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১২ জন এবং অন্যান্য অপরাধে ৬১৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে
বিদেশি পিস্তল ৩টি, এয়ারগান ১টি,এলজি ৭টি, দেশীয় একনলা বন্দুক ১টি, রিভলবার সদৃশ বন্দুক ১টি, রিভলবার সদৃশ গান ২টি (সিলভার রঙের ১টি সহ), লিডবল কার্তুজ ২১টি, গুলি ১৭ রাউন্ড, কার্তুজ ৩টি, খালি ম্যাগাজিন ৩টি, ফায়ার্ড কার্তুজ সদৃশ ৭টি, লোহার ছোরা ১টি, হাসুয়া ৩টি, ড্যাগার ৬টি, নাইট্রোজেন কার্টিজ ৯টি, বোমা তৈরির যন্ত্রপাতি ২ বাক্স।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধী চক্রের কার্যক্রম দমনে এই অভিযান অব্যাহত থাকবে। এক অভিযানে এত সংখ্যক গ্রেফতার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।