জেলা প্রতিনিধি রাঙামাটি;
** বাবা মায়ের পরে সবচেয়ে বড় সাপোর্ট পেয়েছিলাম আপনাদের কাছ থেকে ,
** আমি যখন খারাপ সময়ে ছিলাম । তখন আমার বাবা অনেক সময় ভেঙ্গে পড়েছিল । স্যার আপনারা তখন আমার বাবার পাশে ছিলেন ।
** আমাকে সব সময় বলতেন নাজমুল তোমার কিছুই হবে না তুমি এগিয়ে যাও
**রাস্তায় যখনই দেখা হয় তখন আপনারা আমার মাথায় হাত বুলিয়ে দেন ।
তখন আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান আমি
** কিন্তু একটা জিনিস কষ্ট লাগে । বর্তমানে শিক্ষকদের সম্মান করতে চায় না বেশিরভাগ ছাত্র - ছাত্রীরা , বর্তমানে একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের শাসন করলে তার পুরা বংশ চলে আসে শিক্ষকদের বিরুদ্ধে কথা বলার জন্য ,
** আমি মানুষের মত মানুষ হওয়ার কারণ স্যার আমাকে শাসন করেছিল তাই
আজকে আমি মানুষের মত মানুষ হতে পেরেছি । আমাদের সময় শিক্ষকরা শাসন করলে আমাদের বাবা - মা বলতো শাসন করেছেন ভালো হয়েছে।
** আমাদের সময় শিক্ষকরা দোকানে বসে থাকলে । আমরা সে রাস্তা দিয়ে যেতাম না
** আমাদের সময় ছাত্র-ছাত্রীদের রেজাল্ট খারাপ করলে শিক্ষকদের দোষ দিত না / বাবা মা তার সন্তানকে দোষ দিত
* *বর্তমানে ফেল গেলে শিক্ষকদের দোষ , নিজের ছেলে মেয়ে কি করতেছে
সেটার বাবা মার খবর নাই । এজন্যই আজ ধ্বংসের পথে শিক্ষা ব্যবস্থা।
** আমি আমাদের উপজেলায় জরিপ করে দেখলাম
ছাত্র-ছাত্রীদের খারাপ রেজাল্টের জন্য ৮৫ % দায় বাবা-মার/
১৪% ছাত্র ছাত্রীদের / আর ১% শিক্ষকদের
** প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের বলবো শিক্ষকদের সম্মান করো।
তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা ।
** প্রত্যেক অভিভাবক কে বলবো শিক্ষকদের দোষ ধরার আগে নিজের সন্তানের দোষ ধরুন।
মোঃ নাজমুল হোসাইন শাওন