
স্টাফ রিপোর্টার;
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি। রাত ১১টা পর্যন্ত গুলশানে দলের এক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিবাগত রাত ১টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তিনি অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, আলহামদুলিল্লাহ, মহাসচিবের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য, মির্জা ফখরুল সম্প্রতি ব্যাংককে চোখের চিকিৎসা করিয়ে মঙ্গলবার রাতে দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সকল মেডিকেল টেস্ট সম্পন্ন করার পর তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।