
রেজুয়ান হাসান জয়| নেত্রকোনা;
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আজ মঙ্গলবার সারাদিন ছিল নানা ঘটনার কেন্দ্রবিন্দু। সকাল থেকে রাত পর্যন্ত দুঃখজনক মৃত্যু, উত্তেজনা, প্রতিবাদ, সামাজিক উদ্যোগ ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে এলাকা সরগরম ছিল।
দিনের শুরুতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়, যখন আদমপুত্র–দুল্লিবৈরাটি সড়কের পাশে সিএনজি চালক কামরুজ্জামালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দুপুরে অটোরিকশা চালক ও এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
দুপুর গড়িয়ে গেলে গন্ডা ও গড়াডোবা এলাকায় খাল খননকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি একসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়।
অপরদিকে বিকেলে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান শফিক নামে এক যুবক। এ ঘটনায় পরিবার-পরিজন ও আশপাশের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
তবে ইতিবাচক দিকও ছিল দিনের ঘটনায়। বেখৈরহাটি গ্রামে নুরুননবী মোহাম্মদ টিপুর পরিবারের উদ্যোগে দিনভর ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। অসহায় মানুষ সেখানে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হন।
এদিকে দুপুরে উদ্বেগ ছড়ায় সায়েম (১৭) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায়। পরিবার ও স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পায়নি। তারা প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সবমিলিয়ে ২০ আগস্ট তারিখটি কেন্দুয়া উপজেলায় নানা ঘটনায় পরিপূর্ণ একটি দিন হিসেবে স্মরণীয় হয়ে রইল।