
শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান (৩৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মামলার আসামী গ্রেফতার ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে জীবিকার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন চালক নূর জামান। পরদিন ভোররাতে দুল্লী ব্রিজ এলাকায় রক্তমাখা অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ।
ঘটনার পর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ: ২০/০৮/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হওয়া মামলার তদন্তভার গ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মোঃ আঃ জলিল। এদিকে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট বিকাল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সন্দেহভাজন আসামী অলি মিয়া (৩০), পিতা- আঃ রাজ্জাক, সাং- রাঘবপুর, থানা- কেন্দুয়া-কে গ্রেফতার করে। পরে আদালতে দেওয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিতে আসামী হত্যার দায় স্বীকার করেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িত মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।