
নিজস্ব প্রতিবেদক;
দোহারের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব শেখ সাজেদা ইসলাম রুনু বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।
রুনু শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা এবং দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে রুনু সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করছিলেন। এছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলার খালপাড় এলাকায় তার বাড়িতে আলোচনা সভা ও তোবারক বিতরণের আয়োজন করেন এবং এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার ওপর কড়া নজরদারি চালায়।
অবশেষে বৃহস্পতিবার কেরানীগঞ্জ থেকে র্যাব তাকে আটক করে দোহার থানায় সোপর্দ করে।
দোহার থানার ওসি হাসান আলী জানান, রুনুকে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
দলীয় সূত্র বলছে, রুনুর রাজনৈতিক কার্যক্রম ও বিতর্কিত আচরণ অনেক সময় দলের নেতাদেরও বিব্রত করেছে। বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল হওয়া এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণেও তিনি আলোচনায় ছিলেন।