
সে জানুক বা না-ই জানুক,
আমি তো ভালোবাসি।
আমার হৃদয়ের আঙিনায়
সে চিরসবুজ পদ্মবীথি।
তার চোখে আমার অস্তিত্ব থাকুক বা না থাকুক,
আমার হৃদয় জানে,
আমি প্রতিক্ষণ তারই আলোতে রাঙি,
তারই ছোঁয়ায় দিগন্ত সাজাই।
সে ফিরে তাকাক বা না-ই তাকাক,
তাতে কী আসে যায়?
ভালোবাসা তো প্রত্যাশার খেলা নয়,
এ এক অন্তহীন বর্ষণ,
যেখানে আকাশ নিজেই ভিজে যায়।
সে ডাকুক বা না-ই ডাকুক,
আমি তবু তারই গান গাই,
তারই স্মৃতির ছায়ায় বসে
আমি কবিতা লিখে যাই।
ভালোবাসা আমার আনন্দ,
আমার অহংকার,
সে থাকুক বা দূরে হারাক,
আমার প্রেম তবু অমর,
অপরাহ্নের স্নিগ্ধতার মতো!
✍️ মৌসুমী রহমান ডেইজী
২০/০৮/২০২৫