মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। ২১ আগষ্ট রাত সাড়ে ১০ টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে খুলনা নৌ পুলিশ,রুপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি ও কোস্টগার্ড অংশ নিয়েছেন। নিখোজ হলেন রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশ(১৭)। পুলিশ জানায় রাত সোয়া ১০ টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সাথে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যান। এঘটনায় একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি। প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান। রুপসা নৌফাড়ির এস আই শিমুল ঘোষ বলেন, রাত সাড়ে ১০ টার দিকে যাত্রীবাহী ট্রালারের সাথে ফেরির সংঘর্ষ হয়।নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান । এর মধ্যে আইচগাতী ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশের সন্ধান ১২ ঘন্টা পার হলেও এখনোও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এদিকে কোস্টগার্ড ও সকাল থেকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তারা জেল খানা নদী থেকে শৈলপুর ঘাট পর্যন্ত অভিযান চালিয়েও আকাশের খোঁজ পাইনি। অভিযান রাত ১০ টার পর থেকে ভোর ৪ পর্যন্ত চলে। আজ সকাল ৭ টা থেকে আবার অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনার পর থেকে খেয়াঘাট পারাপার নিয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন যাত্রীরা। যাত্রীরা জানান ট্রলারে ২৫ জন যাত্রী নেবার কথা থাকলেও ট্রলার মাঝিরা নিয়মনীতি তোয়াক্কা না করে ৩০/৩৫ জন করে যাত্রী নেন। অতিরিক্ত যাত্রী ট্রলারে ওঠানোর কারনে দুর্ঘটনার শিকার হতে হয় এখানে পারাপার হওয়া মানুষদের। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে।