
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;
ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার কলোনীতে মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একটি যৌথ টিম বিশেষ অভিযান পরিচালনা করেছে।
আজ ২২ আগস্ট শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ টিম অংশ গ্রহণ করেন কি ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে।
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে জানান, সমাজ থেকে অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে তারা একইসঙ্গে নিরপরাধ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান।