, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু। খুলনার রুপসায় ৩ সন্ত্রাসী গ্রেফতার। আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড, সহযোগীর কারাদন্ড। কেন্দুয়ায় মাছের পোনা উন্মুক্ত বিতরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ সমাপ্তি। আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা। কেন্দুয়ায় গর্ভবতী নারীকে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ। আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা। রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন। মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। ময়মনসিংহ পিবিআই অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কেন্দুয়ায় যুবদল নেতা শামীম নিখোঁজের ৫৩ দিন পর গ্রেফতার ১।

  • প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
  • ৩৪৪ পড়া হয়েছে

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ৫৩ দিন পর এবং মামলা রজুর ২৯ দিন পর সাইফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

রবিবার (২৬ আগস্ট) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রিকুইজিশন পাওয়ার পর র‍্যাব-১৪ গত ২৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে গড়াডোবা ইউনিয়নের ডুমডি গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিখোঁজ শামীমের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২৫ জুলাই কেন্দুয়া থানায় ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রজু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় ৩ জুলাই তার বড় ভাই থানায় একটি জিডি করেন। পরে ৫ জুলাই রাত ৮টা ২০ মিনিটের দিকে গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের মাঝখানে শামুকজানী নদীর ব্রিজের নিচ থেকে শামীমের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, নিখোঁজ শামীমকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু।

কেন্দুয়ায় যুবদল নেতা শামীম নিখোঁজের ৫৩ দিন পর গ্রেফতার ১।

প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ৫৩ দিন পর এবং মামলা রজুর ২৯ দিন পর সাইফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

রবিবার (২৬ আগস্ট) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রিকুইজিশন পাওয়ার পর র‍্যাব-১৪ গত ২৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে গড়াডোবা ইউনিয়নের ডুমডি গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিখোঁজ শামীমের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২৫ জুলাই কেন্দুয়া থানায় ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রজু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় ৩ জুলাই তার বড় ভাই থানায় একটি জিডি করেন। পরে ৫ জুলাই রাত ৮টা ২০ মিনিটের দিকে গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের মাঝখানে শামুকজানী নদীর ব্রিজের নিচ থেকে শামীমের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, নিখোঁজ শামীমকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।