
সুকমল চন্দ্র বর্মন (পিমল),জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৬ শে আগস্ট ২০২৫ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগমের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাজ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ৫ ইউনিয়নের , প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, জামাত-বিএনপি রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন।