মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ইসরাইলী হামলায় গাজায় একের পর এক সাংবাদিক নিহত এবং গণমাধ্যম বর্বর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। এতে খুলনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোরালো কন্ঠে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান। মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সংঘটিত বর্বর হামলার ঘটনায় উদ্ধেগ প্রকাশ করা হয়।এ সময় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।