
সুকমল চন্দ্র বর্মন (পিমল), জেলা প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের যৌথ ব্যানারে জেলা শহরে এ কর্মসূচী করা হয়।
এদিন বিকেল ৩টায় জেলা গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় নূর সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি শহরের বাটার মোড় ঘুরে প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে গণঅধিকার পরিষদ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ জেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ বাবু, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন অভি, সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হয়রত আলী প্রমুখ।
গণঅধিকার পরিষদ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত তিনটি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্টের দোসর যদি জাতীয় পার্টি না হতো, তাহলে এ দেশে তিনটি নির্বাচন কলঙ্কজনক হতে পারতো না। ওই নির্বাচনগুলোতে অংশ নিতে এ দেশে ১৬-১৮ কোটি মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করেছে জাতীয় পার্টি। গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম, যে সরকারকে দায়িত্ব দিয়েছি তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন। কিন্তু এই সরকারের প্রধান কোন না কোন ভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। এটা জাতি কখনও মেনে নিবে না, আমরাও মেনে নিব না।