মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ( এসবিএসি) বাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা ও ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। বুধবার রাতে দুদক খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মাদ জুন্নুরাইন সিদ্দিকী তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা এবং তিন হাজার মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মো: মহসীন আলী জানান, বৈদেশিক বানিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিকভাবে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে যান। তারা ভল্টে রক্ষিত টাকা ও ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময়ে ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যাক্তিগতভাবে ঔই অর্থ আত্মসাত করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।