
মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান হত্যা মামলার ০২ জন আসামী গ্রেফতার”করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার গোপন সংবাদে ভিত্তিতে কেন্দুয়া থানা এলাকা ও কলমাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চালক নূর জামাল হত্যার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী ১। মোঃ রেহাব মিয়া (৪২), ২। মোঃসোহাগ মিয়া (৩০) উভয় পিতা-মৃত রাজ আলী, মাতা-হালেমা আক্তার, উভয় সাং-ভাগ্যবপুর বড়বাড়ী (পাচহার), থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণাদ্বয়কে আটক করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে হত্যার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ মূলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, নিহত নুর জামান (৩৮) তাহার সিএনজি চালিত অটোরিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করতেন।
গত ইং১৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে সিএনজি চালিত অটোরিক্সা চালানোর জন্য অটোরিক্সা সহ বের হয়ে যায়। ইং ২০/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় সংবাদ প্রাপ্ত হয়ে কেন্দুয়া থানা পুলিশ কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের দুল্লী সাকিনের দুল্লী ব্রিজ এলাকায় গেলে তথায় একটি সিএনজি চালিত অটোরিক্সা দেখতে পায় এবং গাড়ীর ড্রাইভারের সিটের নিচে ও সামনে একাধিক স্থানে রক্ত মাখা দাগ লাগানো পরিত্যক্ত অবস্থায়পাওয়া যায়। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুজি করিয়া দুল্লী ব্রিজ হইতে অনুমান ১০০ গজ দক্ষিণপার্শ্বে আদমপুর-দুল্লী যাওয়ার পাকা রাস্তায় পূর্ব পার্শ্বে মরা বিল হাওরে জনৈক হুমায়ুন চেয়ারম্যান এর পুকুরের কচুরি পানার নিচ হইতে কেন্দুয়া থানা পুলিশ তার মৃত দেহ উদ্ধার করা হয়। তখন মৃতের আত্মীয় স্বজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃত দেহ সনাক্ত করে। পরবর্তীতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য লাশ আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়। উক্ত বিষয়ে মৃতের স্ত্রী বাদী মোছাঃ শিরিন আক্তার (৩২) কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করিলে কেন্দুয়া থানার মামলা নং-১৫, তারিখ: ২০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার এসআই/(নিরস্ত্র) মোঃ আঃ জলিল এর উপর হস্তান্তর করা হয়। বাদীর ও তার নিকট আত্মীয়দের ধারনা নুর জামান (৩৮) গত ১৯/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ইং ২০/০৮/২০২৫ তারিখ রাত্র অনুমান ০৩.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা উল্লেখিত স্থানে নুর জামান (৩৮) নিয়া তার স্বামীর সিএনজি চালিত অটোরিক্সাটি ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে অথবা অন্য কোন কারণে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দ্বারা মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করিয়া হত্যা করতঃ মৃত্যু নিশ্চিত করিয়া তার স্বামীর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে লাশ রেখে যায়।