
মো ইপাজ খাঁ বিশেষ প্রতিনিধি:
সৈয়দ সায়েদুল হক সুমন (জন্ম: ৩ সেপ্টেম্বর ১৯৭৯, যিনি ব্যারিস্টার সুমন নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর চুনারুঘাট সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।[৩] তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী মন জয় করে বেশ সারা ফেলে ছিলেন।
এবং তাকে ঘিরে এলাকাবাসী নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।
কিন্তু খুবই দুঃখের বিষয় সে আর বেশিদিন থাকতে পারিনি ক্ষমতায় ৫ ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে সে আজ কারাবন্দি।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আজ জন্মদিন। তার পরিবার, বিশেষ করে তার মেয়ে কখনো ইমাজিনও করতে পারেনি একদিন এই দেশে তার বাবা জেল খাটবে।
সুমন ভিষণ জেদি ছিলো, ছিলো সৎ এবং নীতিবান। সে বড় বড় রাঘববোয়ালদের নিয়ে সরাসরি কথা বলতো। অন্যায়ের সাথে কখনো আপস করতো না ন্যায় বিচারের জন্য ঝাঁপিয়ে পড়তো শুভ জন্মদিন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।