
মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সঞ্চালনায় ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা শুরু হয়ে-
বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, তাতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সাইফুল আলম ভুইঁয়াসহ প্রমুখ।
পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়া কেক কেটে উপজেলার বিভিন্ন দলীয় সংগঠনের নেতৃবৃন্দদের কেক খাইয়ে মিষ্টি বিতরণ করা হয়।