
মদন প্রতিনিধি এ এম শফি;
নেত্রকোনার মদনে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ শত পিস ইয়াবা সহ ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার উপজেলার মদন উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় মদন থানার ওসি মোঃ শামসুল আলম শাহ পাঁচ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- মোঃ রুবেল মিয়া (৩২) মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে, মহিবুল (২৬) কদম কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে, হিরন মিয়া পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে, মিলন শেখ (৩২) তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে ও আনোয়ার হোসেন (২৮) বৃ -বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকৃত পাঁচ যুবক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করেন। একই সাথে তারা একেকটি অঞ্চলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণও করেন। তারা দীর্ঘদিন পুলিশের নজরে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ পৃথক জায়গা অভিযান চালিয়ে সোমবার মধ্যরাত থেকে ভোর রাত চারটার মধ্যে তাদেরকে ৬০০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।
এ ঘটনায় মদন থানার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই মামলায় মঙ্গলবার বিকেলে ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।ন
মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ যুবককে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মদন উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।