
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঔই গৃহবধূর মৃত্যু মারা যান। নিহত গৃহবধূ রুপসা উপজেলার যুগিহাটি এলাকার বাসিন্দা পলাশ শেখের স্ত্রী পারভীন বেগম। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে পারিবারিক কলহে স্বামীর সাথে পারভীন বেগমের কথাকাটাটির একপর্যায়ে পলাশ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।