
নিজস্ব প্রতিবেদক;
কেন্দুয়া উপজেলার সাজিউড়া গ্রামের চয়ন সরকার ও শিপ্রা রানী সরকারের কন্যা তরী সরকার জটিল রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রায় দেড় বছর আগে তরী সরকারের বিয়ে হয়। তিনদিন আগে তিনি অষ্টম মাসের একটি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর থেকেই শারীরিক জটিলতা দেখা দেয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
তরী সরকারের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে অকালমৃত্যু, অন্যদিকে নবজাতকের কান্না পরিবারের পরিবেশকে আরও বেদনাদায়ক করে তুলেছে।
দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্কের কেন্দুয়া প্রতিনিধি আশীর্বাদ সরকারের বড় দিদি ছিলেন তরী সরকার। তাঁর অকাল মৃত্যুতে সংবাদ জগৎসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে।