
শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত দুই আসামি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই (নি.) মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ৫নং ওয়ার্ডের সাউদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক জুয়েল মিয়ার দু’চালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে খাটের ওপর থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মো. জুয়েল (৩৫) ও তার সহযোগী আতিকুর রহমান (৩০) সুকৌশলে দৌড়ে পালিয়ে যায়। তারা উভয়েই সাউদপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আব্দুল হেকিম ও সুরাইয়া আক্তারের সন্তান।
ঘটনার পর কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মাদক মামলা নং-০১, তারিখ: ৬/৯/২০২৫) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।