
নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ আনসার ভিডিপিতে আদাবরের ৩০ নং ওয়ার্ডের সাহসী নেত্রী রাশি সমদ্দার। পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে জীবনের ঝুকি নিয়ে করোনা কালীন থেকে অসহায়দের পাশে থেকেছেন এই নেত্রী। এই দলনেত্রী মোহাম্মদপুর আদাবরের ৩০ নং ওয়ার্ডে যোগদান করে। করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের মে মাসে যোগদানের পর থেকে তিনি তার দায়িত্ব সততা ও সাহসিকতার সাথে পালন করে আসছেন।
তিনি মোহাম্মদপুর থানার আদাবরের ৩০ নং ওয়ার্ডের আনসার ভিডিপি দলনেত্রী হিসাবে কর্মরত আছেন।
একজন পরিপূর্ণ নারী যোদ্ধা হিসেবে এই দলনেত্রী দায়িত্ব পালন করেন সর্বক্ষনিক। ফুটপাত থেকে হাসপাতালে সেবা দিয়ে থাকেন সবসময়।
এ দলনেত্রী চাকরি পাশাপাশি অবসরে সময়ে সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকেন।
সেচ্ছায় রক্তদান থেকে শুরু করে, বৃক্ষ রোপণ,
মাদক বিরোধী কর্মকান্ড, বাল্যবিয়ে, ইভটিজিং ও করোনা মহামারীর মধ্যে নিজের জীবন বাজি রেখে জনসচেতনতা মূলক প্রচার ও নৈতিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে মানুষকে সচেতনতা মুলক প্রচার করে থাকেন।
প্রতি সপ্তাহে অসহায় মানুষের কল্যাণে তিনি তার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে থাকেন।৷ এর পাশাপাশি তিনি ডিএমএ মৌলিক প্রশিক্ষন দিয়ে থাকেন। প্রথম থেকে তৃতীয় ধাপে মৌলিক প্রশিক্ষনও শেষ করেন।
মানুষের বিপদের কথা শুনলেই তার সামর্থ্য অনুযায়ী সর্বদা চেষ্টা অব্যাহত থাকে এই নেত্রীর।
তিনি সবসময় সকল কাজ নিষ্ঠা ও সত-সাহসিকতার সাথে পালন করে থাকেন। তিনি তার ভালো কাজের সম্মাননা স্বরুপ আনসার ভিডিপি থেকে বিভিন্ন সময়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন।
তিনি আনসার ভিডিপির সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করেন। ওই সদস্য তার এলাকায় মানবিক নেত্রী নামেও পরিচিতি লাভ করেন।
আনসার ভিডিপি সদস্য রাশি সমদ্দারের কাছে জানতে চাইলে তিনি – প্রতিবেদককে জানান, আনসার ভিডিপির সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আনসার ভিডিপির সাথে যুক্ত হয়ে সর্বদা ভালো কাজ করার অনুপ্রেরণা পাই সেটা মানুষের মধ্যে প্রচার করি।
ভালো কাজ করার সুযোগ সবার হয় না, আমি একজন সদস্য হয়েই এভাবেই মানুষের সাথে মিলেমিশে সুখ দুঃখে পাশে থাকতে চাই। আমাকে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী ( আনসার ভিডিপি)।