নেত্রকোনা আঞ্চলিক প্রতিনিধি:
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম রেজুয়ান হাসান জয় (২২)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের নেতা।
মঙ্গলবার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কেন্দুয়া উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজুয়ান হাসান জয়কে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তার জয় কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের আব্দুল বারীর ছেলে। তার বাবা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রেজুয়ান হাসান জয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।