প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৯:১৯ পি.এম
কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪লক্ষ টাকার গরু চুরি মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরী গ্রামে এক দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। ২৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ভোর চার টার দিকে গ্রামের কৃষক মোঃ হাদিস মিয়ার গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানা যায় স্হানীয় সূত্রে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো হাদিস মিয়া তার পালিত গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমাতে যান। রাত ৪টার দিকে চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে গোয়াল ঘরের ভেতরে প্রবেশ করে ৪টি বড় গরু নিয়ে যায়। ভোরবেলা ভুক্তভোগী হাদিস মিয়া তার গোয়াল ঘরে থাকা গরুগুলোকে ঘাস দিতে গিয়ে দেখতে পান দরজার তালা খোলা, গোয়াল ঘর শূন্য। ক্ষতিগ্রস্ত কৃষকের চিৎকার ও আহাজারি আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। গোয়াল ঘর শুন্য দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মোঃ হাদিস মিয়া। তিনি বলেন- “আমার আয়ের প্রধান উৎস ছিল এই গরুগুলো। এই ৪টি গরুর দাম প্রায় চার লক্ষ টাকা। এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং আমার গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি।” এলাকাবাসীর উদ্বেগ এই চুরির ঘটনায় পেরী গ্রামসহ আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান- সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব বেড়েছে। কৃষকরা তাদের গবাদিপশু নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয় কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত