প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৪:৩৮ পি.এম
লামায় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত ** মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি ** ২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বান্দরবানের লামায় এক বিশেষ জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার (লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন তা নিশ্চিত করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা মার্কেটিং কর্মকর্তা। বক্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের নিয়ম-কানুন, নির্বাচন পূর্ব ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত