
তুমি এখন
অন্য ঘরের আলোয়,
অন্য কারো কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত নিঃশ্বাসে ডুবে আছো।
আর আমি
এই নীরব ঘরে বসে তোমার সুখ দেখছি দূর আকাশের তারার মতো,
যা ছুঁতে পারি না, তবু চোখ সরাতে পারি না।
ভাবছি
এতটুকুই কি ছিল আমার প্রাপ্য?
তোমার হাসি দেখবো, কিন্তু কাছাকাছি দাঁড়ানোর অধিকার থাকবে না?
তুমি সুখে থাকো
আমি শুধু দূরত্বের জানালা ধরে
নিঃশব্দে তোমাকে ভালোবেসে যাবো।
তোমার নতুন আশ্রয়ে শান্তি থাকুক,
আর আমার অপেক্ষায়
পুরনো স্মৃতির নরম ধুলো জমুক নিঃশব্দে।

রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক 










