
একবারই দেখেছি দূর থেকে তোমাকে
মনে হলো আপনার
সম্পর্ক ভালো হলে তুমি বলা যায়
যারা অচেনা তারা অবাক হয় তুমি বললে
তাদের ভেতরেও এক আশ্চর্য স্রোত
আমি স্রোত ধরে ভেতরে প্রবেশ করি
যেমন তোমার ভেতরে প্রবেশ করেছি।
সবাই আমার পরিচিত আনন্দিত বৃষ্টি
যে বৃষ্টিতে খুশি গাঁ
একটা বড়ো শহরের গায়ে ছোট শহর
বস্তিতে বস্তিতে উৎসুক
মাঠে উৎসাহিত ফসল
পশুপাখির কলকাকলি
একচুমুক খুশি তোমার মুখের ওপর,
তাহলে লোহা আর আগুন নিয়ে খেলাটা কেন?
ইস্পাত আর রক্তের মালাটা বেশ ভারী
তোমাদের কি হলো!
যে লোকটা সারাক্ষণ তোমাকে ভালোবেসে পাশাপাশি ঘোরে
তার মুখে মৃত্যুর ভয়
নিখোঁজ হয়ে গেল তোমাদেরই কেউ একজন,
চোখদুটো খোলা রেখে নিজের সাথে কথা বলো
একটা একটা করে অনেক
দেখো মাটি শুনছে
আগে যেমন শুনতো
উৎসবের ভেতরে আছে বেঁচে থাকার সূর্য
এক আগুন শক্তি!
ধ্বংস তো প্রকাশ্য
এক বিছানো মহামারী
এক আশাহীন শোক
লোহা আর ইস্পাতের রক্তে সাংঘাতিক ক্ষয়
ঝড় নেই মেঘ নেই নেকড়ের মতো চাওনি
লোথাল এর জলের স্রোতে অদৃশ্য হয়।

রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক 














