
শীতের জন্য মন খারাপ খুব
সেও যাচ্ছে চলে ,
কদিন আগেই বছর গেলো
সেও গেলো না বলে ,
সবাই কেবল যায় চলে যায়
ফিরেনা আর কেউ ,
কেউ যদিও বা ফিরে কভু
নতুন রূপে সেও ।
এটাই বুঝি বিধির বিধান
কেউ আসবে কেউ যাবে !
পুরাতন হলেও নতুন করে
নতুনত্বের স্বাদ পাবে ।
নতুন ভোরে আমিও এখন
জাগবো নতুন করে ,
পুরাতনরাও বেঁচে থাকুক
নতুনত্বের ভীড়ে ।
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি















